সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করলো পুলিশ
- By Jamini Roy --
- 14 October, 2024
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে বলেন, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করার পর, তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান। এ সময় কয়েকজন নেতা গ্রেপ্তার হন এবং অনেকেই দেশের বাইরে চলে গেছেন। তাদের মধ্যে আজ আব্দুর রাজ্জাকের গ্রেপ্তারির খবর প্রকাশ পেল।